ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ক্রিকেটার সালমা হাসপাতালে ভর্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, ডিসেম্বর ১৯, ২০১৭
ক্রিকেটার সালমা হাসপাতালে ভর্তি সালমা খাতুন, (ফাইল ছবি)

খুলনা: জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খুলনার মেয়ে সালমা খাতুন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দলের ভারত সফর শেষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) খুলনায় ফিরেই মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। রাতে সালমার কোচ ইমতিয়াজ হোসেন পিলু তাকে হাসপাতালে দেখতে যান।

তিনি জানান, পেটে ব্যাথার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কিডনিতে ব্যথা অনুভব করায় তিনি জরুরি বিভাগে ভর্তি হলে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক দেখে জানিয়েছেন, ইনফেকশন হতে পারে। সে জন্য কয়েকটি টেস্ট করানো হয়েছে। ফলাফল পেলে নির্দিষ্ট করে বলা যাবে।  হাসপাতালের বিছানায় সালমাযদিও ভয়ের কিছুই নেই বলে জানান চিকিৎসকরা।

গাজী মিজানুর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. গাজী মিজানুর রহমান বলেছেন, সালমা দেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আমাদের অহঙ্কার। তার দ্রুত সুস্থতার জন্য যতোটুকু সম্ভব আমরা চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।