ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাব্বির কাণ্ডে নান্নুর হুঁশিয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
সাব্বির কাণ্ডে নান্নুর হুঁশিয়ারি সাব্বির রহমান / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শৃঙ্খলা ভঙ্গকারী যত বড় খেলোয়াড়ই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। বাংলাদেশ ক্রিকেটের দলীয় শৃঙ্খলা রক্ষার প্রশ্নে বিসিবি বিন্দুমাত্র আপোস করবে না। সম্প্রতি সাব্বির রহমানের অখোলোয়াড়সুলভ আচরণে ক্ষুব্ধ হয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘শৃঙ্খলার সাথে কোন আপোস নেই। যেকোন খেলায় যতবড় প্লেয়ারই হোক শৃঙ্খলার প্রশ্নে কোন আপোস করা হবে না।

এ ব্যাপোরে আমাদের মাননীয় বোর্ড সভপতি যথেষ্ট কঠোর। ’

গত ২১ ডিসেম্বর রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগের (এনেসিএল) শেষ রাউন্ডের দ্বিতীয় দিনে ১২ বছর বয়সী এক কিশোর দর্শকের গায়ে হাত তুলেছেন সাব্বির। এখানেই থামেননি এই টাইগার ‘ব্যাডবয়’।  দর্শক পেটালেন সাব্বির, ম্যাচ রেফারিকেও হুমকি

এই অন্যায় কেন করেছেন? ম্যাচ রেফারি শওকাতুর রহমান চিনু তা জানতে চাইলে তাকে হুমকি ধামকি দিতেও ছাড়েননি সাব্বির।

ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার ছবি বিসিবি দুর্নীতি দমন কমিশনের (আকু) এক প্রতিনিধি তার মোবাইল ফোনে ধারণ করলে তা কেড়ে নিতেও ধস্তাধস্তি করেছেন। এক পর্যায়ে তাকেও লাঞ্ছিত করেন সাব্বির।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।