ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ক্রিকেট

ইনফর্ম ফিঞ্চকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে নামছে অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫১, ফেব্রুয়ারি ২, ২০১৮
ইনফর্ম ফিঞ্চকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে নামছে অজিরা ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে তিন ম্যাচ খেলেই সর্বোচ্চ রানস্কোরার (১টি ফিফটি ও ২টি সেঞ্চুরি) ছিলেন অ্যারন ফিঞ্চ। আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে দুঃসংবাদই শুনতে হলো অস্ট্রেলিয়াকে। ইনজুরির কারণে প্রথম ম্যাচে ছিটকে গেছেন ইনফর্ম ওপেনার।

ফিঞ্চের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। হ্যামস্ট্রিং ইনজুরিতে শেষ দু’টি ওয়ানডে মিস করেন তিনি।

তাই ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যানকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

সিডনিতে শনিবার (৩ ফেব্রুয়ারি) উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে অজিরা। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টা ২০ মিনিটে।

হোবার্টে ইংল্যান্ড ম্যাচে (৭ ফেব্রুয়ারি) ফিঞ্চকে পাওয়ার প্রত্যাশা করছে স্বাগতিক শিবির। প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ২১ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।