ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজ্জাকের চেয়ে সানজামুল বেটার ছিল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
রাজ্জাকের চেয়ে সানজামুল বেটার ছিল! তৃতীয় দিন শেষে বাংলাদেশ দল/ছবি: সোহেল সরওয়ার

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: আবদুর রাজ্জাক থাকলে কেমন খেলতেন–প্রশ্নটা পরের বিষয়? তবে তার চেয়ে ‘এগিয়ে রয়েছে’ এমন অজুহাতে দলে যিনি সুযোগ পেয়েছেন, সেই সানজামুল কেমন খেলেছেন তা একেবারেই পরিস্কার।

৩৭ ওভার বল করে রান দিয়েছেন ১২৮। উইকেট ওই শূন্যই।

তার বল ম্যাচে এখনও তেমন আতঙ্কই ছড়াতে পারেননি। যেমন দ্বিতীয় দিনের শেষ সেশনে উইকেট না পেলেও তাইজুলের দুর্দান্ত স্পেলটার কথা আসছে বারবার।
 
তবে দু’দিন হাত ঘুরিয়ে উইকেট শূন্য থাকা সানজামুলের পাশে দাঁড়ালেন দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
 
রাজ্জাকে হঠাৎ ডেকে এনে না খেলানো, দ্বিতীয় টেস্টেও খেলানো হবে কিনা তাও কোটি টাকার প্রশ্ন।
 
রাজ্জাককে না খেলানো নিয়ে অন্য কোনো কারণ আছে কি? এমন প্রশ্ন ছিল খালেদ মাহমুদের দিকে।
 
তিনি বলেন, রাজ্জাক অনেকদিন সঙ্গে ছিল না। জাতীয় দলের সেট আপে অনেক দিন ছিল না। তাই আত্মবিশ্বাসটা হয়তো সানজামুলের বেশি ছিল। কারণ তিনি ট্রেনিংয়ের মধ্যে ছিল। সেজন্য হয়তো সানজামুলের দিকে চিন্তা করেছি। বেটার ছিল হয়তো। অন্যকোন কারণ নেই।
 
‘তাই আমরা যখন টিম সিলেকশনে বসি, ক্যাপ্টেনও ছিল তখন। আমরা চিন্তা করেছি রাজ্জাককে হয়তো সময় দেওয়া দরকার। সময় নিয়ে যদি কাজ করে তার জন্য সেটা সহজ হবে। ’ যোগ করেন খালেদ মাহমুদ সুজন।
 
তবে রাজ্জাকের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে ভুলেননি খালেদ মাহমুদ।
 
তিনি বলেন, রাজ্জাকের অভিজ্ঞতা নিয়ে কথা বলার কোনো কারণ নেই। তার অভিজ্ঞতা সবার জন্যই কাজে আসবে।  আর রাজ্জাক প্ল্যানের মধ্যেই ছিল। তাকে তো হঠাৎ উড়িয়ে আনা হয়নি।
 
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
টিএইচ/টিসি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।