ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকা টেস্টে ফল দেখছেন রিয়াদ-চান্দিমাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
ঢাকা টেস্টে ফল দেখছেন রিয়াদ-চান্দিমাল চান্দিমাল ও রিয়াদ-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জহুর আহমেদে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ফলাফল দেখেনি। ব্যাটিং বান্ধব উইকেটে দুই দলই রানের পাহাড় গড়ে ম্যাচ ড্র করেছে। কিন্তু ৮ ফেব্রুয়ারি থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে ফলাফল আসবে বলে আশা করছেন স্বাগতিক দলের দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ ও সফরকারী দলের নেতা দিনেশ চান্দিমাল।

মাহমুদউল্লাহ’র কাছে উইকেটটি শুষ্ক মনে হয়েছে যা স্পিনারদের জন্য সহায়ক হলেও ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মত তার। ‘আমার মনে হয়, এই উইকেটে ফল আশা করতে পারি।

এই পিচ স্পিনারদের জন্য সহায়ক হবে। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। ঢাকায় আমরা যে ধরনের উইকেট দেখতে পাই, তেমনই উইকেট মনে হল। ত্রিদেশীয় সিরিজেও দেখবেন বোলারদের জন্য মোটামুটি সহায়তা ছিল। ঢাকার উইকেটে বোলারদের জন্য কিছু না কিছু সহায়তা থাকে। ’

একই প্রসঙ্গে দিনেশ চান্দিমালের বক্তব্য কিছুটা কাটখোট্টা, বাংলাদেশ সফরে এখনও তারা স্পোটিং উইকেটের দেখা পাননি। টাইগার দলপতির মতো তিনিও শের-ই-বাংলার উইকেট শুষ্কই দেখেছেন। তবে ফলাফল আসবে, এ ব্যাপারে তিনি আশাবাদী। ‘আমরা ত্রিদেশীয় সিরিজে দেখেছি মিরপুরের পিচ খুব বাজে ছিল। সেটা স্পিনারদের জন্য ভালো ছিল কিন্তু ব্যাটসম্যানদের জন্য নয়। এখানে খেলা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হবে। উইকেট দেখে শুষ্ক মনে হয়েছে। এই উইকেটে ফল হবে। ’

বুধবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে তারা একথা বলেন।

সাম্প্রতিক বছরগুলোতে মিরপুরে কোনো টেস্টই পাঁচদিন গড়াতে দেখা যায়নি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টাইগাররা জয় পেয়েছিল তৃতীয় দিনের শেষ সেশনে। তারপরের বছর অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি একদিন বেশি গড়িয়েছে। তাই মাহমুদউল্লাহর কাছে জানতে চাওয়া হলো এই ম্যাচটি কতদিন গড়াবে।

রিয়াদের কৌশলী উত্তর, আমার পক্ষে এটা বলাটা কঠিন (হাসি)। উত্তর দিতে পারবেন পিচ কিউরেটর। আপনি যদি চ্যালেঞ্জ নিতে পারেন, স্কিল কাজে লাগান আপনার দিকে রেজাল্ট যাবে। ’

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।