ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে ব্যাকফুটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে ব্যাকফুটে বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরিজ নির্ধারণী ঢাকা টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই তামিম-মুমিনুল-মুশফিককে হারিয়ে চাপের মুখে স্বাগতিক শিবির।

এ রিপোর্ট লেখা অবধি প্রথম দিনের শেষ সেশনে বাংলাদেশের সংগ্রহ ১০ ওভার শেষে তিন উইকেটে ১০। ইমরুল কায়েস ৭ ও লিটন দাস ২ রানে ব্যাট করছেন।

প্রথম ওভারেই তামিম ইকবালের (৪) ফিরতি ক্যাচ নিয়ে ব্রেকথ্রু এনে দেন সুরাঙ্গা লাকমল। পরের ওভারে রানআউটের ফাঁদে পড়েন আগের ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো মুমিনুল হক (০)। বোল্ড হয়ে পেসার লাকমলের দ্বিতীয় শিকার মুশফিকুর রহিম (১)। ১২ রানে তিন উইকেট হারিয়ে বসে টাইগাররা।

এর আগে রাজ্জাক-তাইজুলের বোলিং নৈপুণ্যে শুরু থেকেই চাপের মুখে থাকে সফরকারীরা। ৬৫.৩ ওভারে তাদের সবকটি উইকেটের পতন ঘটে। শেষ ব্যাটসম্যান রোশেন সিলভাকে (৫৬) ফিরিয়ে আব্দুর রাজ্জাকের সমান চারটি উইকেট দখল করেন তাইজুল ইসলাম। অন্য দু’টি নেন পেসার মোস্তাফিজুর রহমান।

দীর্ঘ ৪ বছর পর টেস্ট ম্যাচে প্রত্যাবর্তনে নিজের জাত চেনান রাজ্জাক। বল হাতে ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসানের অভাব পূরণে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ বাঁহাতি।

সর্বোচ্চ ৬৮ রান আসে ওপেনার কুশল মেন্ডিসের ব্যাট থেকে। দলীয় স্কোর দুইশ’ পার করাতে কার্যকরী ইনিংস উপহার দেন রোশেন সিলভা। তার উইকেটের মধ্য দিয়ে লঙ্কান ইনিংসের সমাপ্তি ঘটে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। চট্টগ্রামে অনুষ্ঠিত রান উৎসবের প্রথম টেস্ট ড্রয়ে নিষ্পত্তি হয়।

শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ কোণঠাসা করে রাখে স্বাগতিক শিবির। দলীয় ১১০ রানে ৬ উইকেট হারানোর পর শেষদিকের জুটিতে প্রতিরোধ গড়ে লড়াকু স্কোরের পথে হাঁটে সফরকারীরা। সিলভা-পেরেরার ৫২ রানের সপ্তম উইকেট জুটি ভাঙেন তাইজুল।

রোশেন সিলভার সঙ্গে টেস্ট অভিষিক্ত আকিলা ধনাঞ্জয়ার ৪৩ রানের পার্টনারশিপের ইতি টেনে উইকেটের খাতায় নাম লেখান মোস্তাফিজ। ২০৫ রানে অষ্টম উইকেট হারায় লঙ্কানরা। দুই রান যোগ হতে মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন রঙ্গনা হেরাথ (২)।

মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই উইকেট থিতু হওয়া কুশল মেন্ডিসের (৬৮) স্ট্যাম্প ভেঙে প্যাভিলিয়নে পাঠান রাজ্জাক। পরের ওভারে নিরোশান ডিকভেলাকেও বোল্ড করে সাজঘরে পথ দেখান তাইজুল ইসলাম। ১১০ রানে ৬ উইকেটের পতন হয়।

প্রথম সেশনে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৩১ ওভারে চার উইকেটে ১০৫। যেখানে তিনটি উইকেটই রাজ্জাকের দখলে। ২৮তম ওভারে জোড়া আঘাত হেনে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। দানুশকা গুনাথিলাকাকে (১৩) মুশফিকের ক্যাচবন্দি করার পর দিনেশ চান্দিমালকে (০) গোল্ডেন ডাক উপহার দেন রাজ্জাক। ৯৬ রানে চার উইকেট হারায় সফরকারীরা।

প্রথম ব্রেকথ্রু আসে রাজ্জাকের হাত ধরে। টেস্টে প্রত্যাবর্তনের শুরুতেই সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান তিনি। ষষ্ঠ ওভারের মাথায় ওপেনার দিমুথ করুণারত্নেকে (৩) ফিরিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপে কাঁপন ধরান রাজ্জাক। লিটন দাসের স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপে ফেলেছিলেন কুশল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। দ্রুত দু’জনের পার্টনারশিপ ভেঙে মূল্যবান উইকেট এনে দেন তাইজুল। সাব্বির রহমানের হাতে ধরা পড়েনন ডি সিলভা (১৯)। দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারানোর পর মেন্ডিসের সঙ্গে তার জুটিতে আসে ৪৭।

রাজ্জাকের সঙ্গে এক ম্যাচের বিরতিতে একাদশে ফিরেছেন সাব্বির। লঙ্কান টিমে টেস্ট অভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার আকিলা ধনাঞ্জয়া। এই ম্যাচ জিতলে বা ড্র করলেও ওয়েস্ট ইন্ডিজকে টপকে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের অাট নম্বরে নাম লেখাবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ৮ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।