ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ক্রিকেট

টানা দুই জয় শেখ জামালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, ফেব্রুয়ারি ১১, ২০১৮
টানা দুই জয় শেখ জামালের ...

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরে প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকে ২৮ রানে হারায় নুরুল হাসান সোহানের নেতৃত্বে দলটি।

বিকেএসপিতে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে শেষ জামাল। সর্বোচ্চ ৪৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৭১ করেন তানভির হায়দার।

৫৮ রান করেন দিকবিজয় রাঙ্গি। অগ্রণী ব্যাংকের শফিউল ইসলাম ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২৬৬ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। সর্বোচ্চ ৪৮ রান করেন ধীমান ঘোষ। ৪৪ রান করেন দারুণ বল করা শফিউল।

শেখ জামালের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন নাজমুল ইসলাম ও ইলিয়াস সানী।

টানা দুই জয়ে লিগ টেবিলের তিনে শেখ জামাল। শীর্ষে আবাহীন ও দ্বিতীয় ব্রাদার্স ইউনিয়ন। আর এক জয় ও সমান হারে সাতে অগ্রণী ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।