ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতেও দলের নেতৃত্বে মাহমুদউল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
টি-টোয়েন্টিতেও দলের নেতৃত্বে মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহ রিয়াদ (সবার সামনে) / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসানের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দলের নেতৃত্ব থাকছে মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে সাকিব।

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের পুরোপুরি সেরে উঠতে আরও দুই সপ্তাহ সময় লাগবে। সংক্ষিপ্ত সংস্করণের দুই ম্যাচ সিরিজের (১৫ ও ১৮ ফেব্রুয়ারি) প্রথমটিতে তার না খেলাটা নিশ্চিত।

তাই মাহমুদউল্লাহকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিসিবির দেয়া এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

মাহমুদউল্লাহর নেতৃত্বে চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র করলেও মিরপুরে ২১৫ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।