ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বই মেলায় আসছে সাইদ জামানের ‘ব্রাজিল’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
বই মেলায় আসছে সাইদ জামানের ‘ব্রাজিল’ কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদ জামান-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৬ রিও অলিম্পিক কাভার করতে সাম্বার দেশ ব্রাজিল গিয়েছিলেন কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদ জামান। প্রায় দেড় মাসের এই সফরে ব্রাজিল ছাড়া ভ্রমন করেছেন দক্ষিণ আমেরিকার আরও বেশ কয়েকটি দেশ। অলিম্পিক শেষে দেশে ফেরার পরেই ভাবছিলেন ব্রাজিল সফর নিয়ে ভ্রমন কাহিনী লিখবেন। লিখি লিখি করে অবশেষে দেশটি নিয়ে লিখেই ফেললেন।

‘ব্রাজিল’ বইটি মূলত একটি ভ্রমন কাহিনী নির্ভর। যার উপজীব্য দেশটির ফুটবল, সংস্কৃতিসহ আরো নানান মনোমুগ্ধকর বিষয়াদি।

সাথে সাইদ জামানের মনমুগ্ধকর লেখনি তো থাকছেই।

মহান একুশে বই মেলার ৭ নাম্বার প্যাভিলনে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ‘ব্রাজিল’ পাওয়া যাবে। বইটি প্রকাশ করেছে বাংলা প্রকাশনা। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমএই উপলক্ষ্যে বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ১ নাম্বারস্থ ‘সাকিব’স 75’ রেস্তোরায় আড়ম্বরপূর্ণভাবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল সদস্যরা।

উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিকেট লেখক, বিশ্লেষক ও কোচ জালাল আহমেদ চৌধুরী। কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন, ডেইলি স্টারের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আল আমিনসহ দেশের সংবাদ মাধ্যমের ক্রীড়া সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।