ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ক্রিকেট

কোহলির আচরণে অসন্তোষ ক্যালিসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
কোহলির আচরণে অসন্তোষ ক্যালিসের ছবি:সংগৃহীত

বিরাট কোহলির কাছে ক্রিকেট মানেই আগ্রাসন। এটিকেই মূলমন্ত্র হিসেবে মেনে নিজের পারফরম্যান্সের পাশপাশি ম্যাচ জিততে চান তিনি। তবে তার আচরণ নিয়ে আরও কাজ করার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

ক্যালিস জানান, কোহলির আগ্রাসী মনোভাব তার দলকে সাহায্য করে, তবে আরও ভালো হবে যদি সে নিজের মেজাজ কিছুটা দমন করে। ক্যালিস মনে করেন, কোহলির আক্রমাত্মক মনোভাব তার দলকে ভালো অর্জন এনে দিতে পারবে না।

যদিও এটিতে সেরাটা দিয়ে যাচ্ছে সে ও তার দল। কিন্তু টিম ইন্ডিয়ার সফলতায় এমনটি সবসময় চলবে না।

কোহলির নেতৃত্বে ভারত বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। যেখানে এক কথায় উড়ছে সফরকারী দলটি। কেননা প্রথমবারের মতো যে ভারত প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে। ছয় ম্যাচ সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই ৪-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

এই সিরিজেই ইতোমধ্যে দুটি সেঞ্চুরি সহ মোট ৪২৯ করেছেন কোহলি।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।