ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের ব্যাট হাসেনি, জেতেনি পেশোয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
তামিমের ব্যাট হাসেনি, জেতেনি পেশোয়ার ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। তামিম-স্যামির দলকে সাত উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু পেয়েছে শোয়েব মালিক-সাঙ্গাকারার মুলতান সুলটান্স।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ারের দেওয়া ১৫২ রানের টার্গেট ৫ বল হাতে রেখে টপকে যায় মুলতান। ৫৭ রানের কার্যকরী ইনিংস খেলেন ম্যাচসেরা কুমার সাঙ্গাকারা।

দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক শোয়েব মালিক ৩০ বলে ৪২ ও কাইরন পোলার্ডের ব্যাট থেকে আসে ১৩ বলে ২১। শোয়েব মাকসুদ করেন ২১। দু’টি উইকেট নেন ওয়াহাব রিয়াজ। অন্যটি স্পিনার মোহাম্মদ আসগরের।

এর আগে টসে হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৫১ রানের মাঝারি পুঁজি দাঁড় করায় পেশোয়ার। ১১ রানে বিদায় নেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। ইনজুরির কারণে পিএসএল মিস করছেন সাকিব আল হাসান। বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার সাব্বির রহমানও আছেন পেশোয়ারের স্কোয়াডে।

ছবি: সংগৃহীতঅর্ধশতক হাঁকান মোহাম্মদ হাফিজ (৫৯)। ডোয়াইন স্মিথ ২৪, হারিস সোহেল ১৪ রানে সাজঘরের পথ ধরেন। ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস উপহার দেন দলপতি ড্যারেন স্যামি।

মোহাম্মদ ইরফান দু’টি উইকেট লাভ করেন। একটি করে নেন সোহেল তানভীর, জুনায়েদ খান, ইমরান তাহির, হার্ডাস ভিলজোয়েন।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।