ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০ বছর পর জিম্বাবুয়ে দলে জুওয়াও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
১০ বছর পর জিম্বাবুয়ে দলে জুওয়াও ছবি:সংগৃহীত

ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আর এই দলে প্রায় দীর্ঘ ১০ বছর পর ফিরেছেন চিপহাস জুওয়াও। এছাড়া দুবাইতে আফগানিস্তানের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হারা দলে ইনজুরির কারণে খেলতে না পারা অভিজ্ঞ শেন উইলিয়ামসও দলে ফিরেছেন।

বাঁহাতি ব্যাটসম্যান জুওয়াও নিজের একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন ২০১৮ সালে নাইরোবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে।

জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বাছাইপর্ব থেকে সেরা দুই দল ২০১৯ ইংল্যান্ড ও ওয়েলস ওয়ানডে বিশ্বকাপে শীর্ষ আট দলের সঙ্গে যোগ দেবে।

আগামী ৪ মার্চ কুইন্স স্পোর্টস ক্লাবে নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), তেন্দাই চাতারা, তেন্দাই চিসোরো, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, হ্যামিল্টস মাসাকাদজা, সলোমান মায়ার, পিটার মুর, ব্লেজিং মুজারাবানি, সিকান্দার রাজা, ব্র্যান্ডন টেইলর, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস, চিপহাস জুওয়াও ।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।