ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মার্শের ব্যাটে অস্ট্রেলিয়ার ৩৫১

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
মার্শের ব্যাটে অস্ট্রেলিয়ার ৩৫১ ছবি: সংগৃহীত

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমেছে ৩৫১ রানে। দায়িত্বশীল ইনিংসে দলকে লড়াকু পুঁজি এনে মিচেল মার্শ। কিন্তু মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি।

শুক্রবার (২ মার্চ) পাঁচ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অজিরা। মিচেল মার্শের ৯৬ রানের সুবাদে দলীয় স্কোর তিনশ’ পার হয়।

তার ১৭৩ বলের ইনিংসটিতে ছিল ১৩টি চার ও ১টি ছক্কার মার। টিম পেইন ২৫ রানে বিদায় নেন। পেসার মিচেল স্টার্কের ব্যাট থেকে আসে ৩৫।

এর আগে প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে অর্ধশতক হাঁকান ডেভিড ওয়ার্নার (৫১) ও অধিনায়ক স্টিভেন স্মিথ (৫৬)। শন মার্শ করেন ৪০।

একাই পাঁচটি উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। দুই পেসার ভারনন ফিল্যান্ডার তিনটি ও বাকি দু’টি নেন কাগিসো রাবাদা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ২ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।