ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুপার ওভারে মোস্তাফিজদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
সুপার ওভারে মোস্তাফিজদের হার ছবি:সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্ডার্সের হয়ে আগের তিন ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ছিলেন খরুচে। তবুও ম্যাচ সুপার ওভার গড়ালে ফিজের ওপরই ভরসা রাখেন অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। কিন্তু জয় এনে দিতে পারেননি কাটার মাস্টার।

প্রথমে ব্যাট করা ইসলামাবাদ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ করে। ৩৪ রান করেন জেপি ডুমিনি।

আর ৩৩ রান আসে হুসাইন তালাতের ব্যাট থেকে।

লাহোরের হয়ে ইয়াসির শাহ ৩টি ও সোহেল খান ২টি উইকেট নেন। মোস্তাফিজ ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে আঘা সালমানের ৪৮ ও ম্যাককালামের ৩৪ রান সত্ত্বেও ১৯.৪ ওভারে ১২১ করলে ম্যাচটি টাই হয়ে সুপার ওভারে গড়ায়। সামিত প্যাটেল ও মোহাম্মদ সামি ৩টি করে উইকেট পান।

পরে সুপার ওভারে প্রথমে ব্যাট করা লাহোর ১ উইকেট হারিয়ে ১৫ রান তোলে। কিন্তু বোলিংয়ে আসা মোস্তাফিজ প্রথম ৫ বলে ১৩ রান দিলেও, শেষ বলে আন্দ্রে রাসেল ছক্কা হাঁকালে জয় নিয়ে মাঠ ছাড়ে ইসলামাবাদ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।