ক্রিকেটের সবচেয়ে ছোট এই সংস্করণে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা ছিল ৮টি। তবে ইনিংসে ৮ ছক্কা আছে তিনবার করে।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালের ৬ নভেম্বর ঢাকায় প্রথম ৮ ছক্কা হাঁকায় বাংলাদেশ। ২০১৪ সালের ১৮ মার্চ চট্টগ্রামে নেপালের বিপক্ষে ফের ৮ ছক্কা। আর ২০১৬ সালের ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় তৃতীয়বার ৮ ছক্কা হাঁকায় লাল-সবুজরা।
এদিন তামিম ইকবালের সঙ্গে ইনিংসের উদ্বোধন করা লিটন দাশ ১৯ বলে ৪৩ রানের ইনিংসে হাঁকান সর্বোচ্চ ৫টি ছক্কা। টি-২০’তে এক ইনিংসে বাংলাদেশের হয়ে তার সমান ছক্কা আছে কেবল নাজিম উদ্দিন, জিয়াউর রহমান, ও তামিমের।
একই দিন ম্যাচ জয়ী ইনিংস খেলেন মুশফিকুর রহিম। ৩৫ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলার পথে চারটি ছক্কা হাঁকান মুশফিক। একটি করে ছক্কা আসে তামিম, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর ব্যাট থেকে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ১১ মার্চ, ২০১৮
এমএমএস