ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান ম্যাচে ফিরলেও এগিয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, জুন ৩, ২০১৮
পাকিস্তান ম্যাচে ফিরলেও এগিয়ে ইংল্যান্ড ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে বেশ দেরি হয়। সারা দিনে খেলাও হয় মাত্র ৫৯ ওভার। যেখানে ইংল্যান্ডের উইকেট নিয়মিত বিরতিতে তুলে নিয়েছে পাকিস্তান। কিন্তু এর মাঝে লিড বাড়িয়ে নিয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩০২ রান করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন ৫ উইকেট হারিয়ে ২০০ রান যোগ করে।

এর আগে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ১৭৪ রানে গুটিয়ে যায়। ফলে ১২৮ রানে এগিয়ে রয়েছে জো রুটরা।

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রুট (৪৫) ও ডমিনিক বেস (৪৯) দারুণ খেললেও হাফসেঞ্চুরি তুলে নিতে পারেননি। পরে আমির, আব্বাস ও হাসান ‍আলীদের দাপটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ৩৪ রানে অপরাজিত রয়েছেন জস বাটলার। আর ১৬ রানে মাঠ ছাড়েন টম কুরান।

পাকিস্তানি বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান মোহাম্মদ আমির ও শাদাব খান। আর একটি করে উইকেট তুলে নেন মোহাম্মদ আব্বাস, হাসান আলী ও শাদাব খান।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ০৩ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।