আলোচনায় আছে দুই তরুণ বোলার ইয়াসির আরাফাত ও আবু জায়েদের নামও। সে কোনো একজন ডাক পেয়ে যেতে পারেন ক্যারিবীয়দের বিপক্ষে।
বর্তমানে ঈদের ছুটিতে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। ছুটিতে যাওয়ার আগেই স্কোয়াড ঘোষণার কথা থাকলেও তা আর করেনি বিসিবি। তবে জানা গেছে স্কোয়াডে থাকতে পারে বড় ধরণের চমক। আর সেই চমকের নামই হতে পারে ইয়াসির আরাফাত। ১৯ বছর বয়সি এই পেসারকে বিশেষ নজরে রেখেছে নির্বাচকরা।
মূলত ঘরোয়া ক্রিকেটে তার চলকে দেওয়া পারফরম্যান্সই নিওর্বাচকদের বাধ্য করেছে তার দিকে আগ্রহ দেখাতে। লম্বা ছিপছিপে গড়নের আরাফাতের বলে আছে বাড়তি বাউন্স ও ধারালো পেস। এর উপর নির্ভর করেই প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র চার ম্যাচে ১৬ উইকেট তুলে নিয়েছেন তিনি।
আলোচনায় থাকা অপর মিড়িয়াম পেসার রাহীর অবশ্য এরই মধ্যে রঙিন পোশাকে জাতীয় দলে অভিষেক হয়ে গেছে। খেলেছেন শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। এবার শুরুটা হয়ে যেতে পারে সাদা পোশাকেও।
শুধু আরাফাত বা রাহিই নন, এই সিরিজে বাংলাদেশের হয়ে অভিষিক্ত হবেন আরও একজন। তিনি স্টিভ রোডস। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম অ্যাসাইনমেন্ট। দায়িত্ব নিয়েছেন ঠিকই তবে এখনো সাকিব-মাশরাফিদের নিয়ে কাজ শুরু করেননি এই ইংলিশ কোচ। ২০ জুন থেকে তার অধীনে অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা।
ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের না থাকা এক কথায় নিশ্চিত বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। তাকে ছাড়াই ২৩ জুন দেশ ছাড়বে বাংলাদেশ দল। ডাকা হয়েছে রুবেল হোসেন ও কাজি নুরুল হাসান সোহানকেও। তবে দলে জায়গা হয়নি, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক, নাইম হাসান ও তানবির হায়দার।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, নুরুল হাসান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, ইয়াসির আরাফাত।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘন্টা, জুন ১৫, ২০১৮
এমকেএম