ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খুলনায় ব্যাটে-বলে হাড্ডাহাড্ডি লড়াই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
খুলনায় ব্যাটে-বলে হাড্ডাহাড্ডি লড়াই বরিশালের বিপক্ষে বোলিং করে দিন শেষে মাঠ ছাড়ছেন খুলনার খেলোয়াড়রা-ছবি: বাংলানিউজটুয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় ক্রিকট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম স্তরের ম্যাচের প্রথম দিনে শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনার বিপক্ষে ৮ উইকেটে ২৬৬ রান তুলেছে বরিশাল বিভাগ।

সোমবার (৮অক্টোবর) টস হেরে ব্যাটিংয়ে নামা বরিশালের ব্যাটসম্যানরা উইকেটে থিতু হয়েছিলেন সত্যি কিন্তু বড় সংগ্রহ গড়তে না পারায় দলকে শক্ত ভিত এনে দিতে পারেননি। খুলনার বোলাররা নিয়মিত জুটি ভাঙার মিছিলে সামিল হলেও প্রথম দিনেই প্রতিপক্ষকে গুটিয়ে দিতে পারেননি।

উদ্বোধনী জুটিতে ৪১ রান এনে দেন শাহরিয়ার নাফিস ও রাফসান আল মাহমুদ। ২২ রান করা রাফসানকে প্যাভিলনে ফিরিয়ে এই জুটি ভাঙেন অফ স্পিনার মেহেদি। আর অভিজ্ঞ নাফিসকে ৪১ রানে ফেরান উদীয়মান আফিফ হোসেন ধ্রুব।

উইকেটের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে পারেননি পরের তিন ব্যাটসম্যানও। তিনে নামা ফজলে মাহমুদ আর চারে আল আমিন ফিরেছেন দুই অঙ্ক ছুঁয়ে। এশিয়া কাপ থেকে ফিরে প্রথম রাউন্ডে বিশ্রামে থাকা মোসাদ্দেক হোসেন ফেরার ম্যাচে করেছেন ৭।

১১৮ রানে ৫ উইকেট৫ হারিয়ে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় বরিশাল। তবে লোয়ার মিডল অর্ডার দিয়ে দলটি কিছুটা ঘুরে দাঁড়ায়। প্রথম রাউন্ডের সেঞ্চুরিয়ান সোহাগ গাজী ৩৮ রান করেন ৩৯ বলে। অষ্টম উইকেটে নুরুজ্জামান ও শামসুল ইসলামের ৬৩ রানের জুটি ভালোভাবে লড়াইয়ে ফেরায় বরিশালকে।

৩০ রান করে শামসুল ফিরলেও ৪৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন নুরুজ্জামান। দশে নামা মনিরও ভালো ব্যাটিং করে দিন শেষ করেছেন ২১ রান নিয়ে।

বল হাতে খুলনার হয়ে স্পিনার আব্দুর রাজ্জাক নিয়েছেন ৩ উইকেট। পেসার আল আমিন হোসেন ও অফ স্পিনার মেহেদি নিয়েছেন দুটি করে।  

খুলনার হয়ে বল হাতে তিন উইকেট তুলে নিয়েছেন আব্দুর রাজ্জাক-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটুয়েন্টিফোর.কমএদিকে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টায়ার ওয়ানের অপর ম্যাচে স্বাগতিক রাজশাহীর বোলিং তোপে প্রথম দিনেই ১৫১ রানে গুটিয়ে গেছে  রংপুর বিভাগ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ফরহাদ মোহরের পেস তোপ সামলাতে পারেননি ধীমান ঘোষ ও তার দল। টপ অর্ডারে নাঈম ইসলামের ৬০ রানের ইনিংসটিই যা। রংপুরের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন সোহরাওয়ার্দী শুভ। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই ব্যাক্তিগত ২০ রানের কোঠা স্পর্শ করতে পারেননি।

বল হাতে রাজশাহীর হয়ে ফরহাদ রেজা, মোহর শেখ ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি নিয়েছেন শফিকুল ইসলাম। আর তাইজুল ইসলাম ও সানজামুল ইসলাম নিয়েছেন ১টি করে উইকেট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নাজমুল হোসেইন শান্ত ও মিজানুর রহমানের দুর্দান্ত শুরুতে কোন উইকেট না হারিয়ে ৯৯ রান নিয়ে দিন শেষ করেছে রাজশাহী বিভাগ।

৩৭ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেইন শান্ত। আর মিজানুর রহমান অপরাজিত আছেন ব্যক্তিগত ৫৯ রানে।

বাংলাদেশ সময় : ২০১০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।