ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিরে আসছেন তাসকিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
ফিরে আসছেন তাসকিন আফাগানিস্তান প্রিমিয়ার লিগে তাসকিন (ডানে)-ছবি: সংগৃহীত

ঢাকা: অসুস্থ স্ত্রীর পাশে থাকতে আফাগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) শুরু না হতেই দেশে ফিরতে হচ্ছে টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদকে। কান্দাহার নাইটসের হয়ে টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নিতে ১ অক্টোবর তিনি দেশ ছেড়েছিলেন। কিন্তু হঠা‍ৎই স্ত্রী অসুস্থতার খবর শুনে তাকে দেশে ফিরতে হচ্ছে।

এমিরেটস এয়ারলাইনস যোগে দুবাই থেকে বুধবারর (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় ঢাকার পথে রওনা হবেন তিনি।

দেশে ফেরার খবর তাসকিন নিজেই হোয়াটসঅ্যাপে বাংলানিউজকে জানিয়েছেন।

‘আমার স্ত্রী অসুস্থ তাই দেশে ফিরে আসছি। পরের ম্যাচ থেকে খেলার সুযোগ ছিলো। কিন্তু কি আর করা। ’

উল্লেখ্য ৫ অক্টোবর থেকে শারজায় শুরু হওয়া আফগানিস্তান লিগে এই পর্যন্ত মোট দুটি ম্যাচ খেলেছে তাসকিনের দল কান্দাহার নাইটস। কিন্ত একটিতেও সেরা একাদশে ছিলেন না তাসকিন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।