ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ গড়াপেটার দায়ে নিষিদ্ধ সাবেক লঙ্কান পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
ম্যাচ গড়াপেটার দায়ে নিষিদ্ধ সাবেক লঙ্কান পেসার নুয়ান জয়সা-ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বোলিং কোচ ও দেশটির সাবেক পেসার নুয়ান জয়সার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার তিনটি বড় অভিযোগ এনেছে আইসিসি। এই অভিযোগে তাকে এরইমধ্যে বাধ্যতামূলক নির্বাসনেও পাঠানো হয়েছে।

জয়সার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো হলো, আন্তর্জাতিক ম্যাচে তিনি ম্যাচের ফলাফল প্রভাবিত করার জন্য খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে সরাসরি ম্যাচ গড়াপেটার চেষ্টা ও সঙ্গী ক্রিকেটারকে দুর্নীতির প্রলোভন দেখানো ও দুর্নীতির প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে তা গোপন করা।

মাত্র এক মাসের মধ্যে দ্বিতীয় সাবেক লঙ্কান ক্রিকেটার হিসেবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলেন নুয়ান জয়সা। তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে অভিযোগের বিষয়ে কথা বলতে। আর এরপর জয়সা ছাড়াও বাকিদের দুর্নীতি নিয়ে তদন্ত করতে শ্রীলঙ্কা সফরে আসবেন আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের কর্মকর্তারা।

সম্প্রতি আচরণবিধি ভাঙার অভিযোগ উঠেছে সাবেক লঙ্কান অধিনায়ক সনাথ জয়াসুরিয়ার বিরুদ্ধে। এমনকি তিনি তদন্তে সহায়তা করছেন না বলেও অভিযোগ করেছে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট। এই ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘শ্রীলঙ্কাই সেই দেশ যেখানে গত ১২ মাসে সবচেয়ে বেশি দুর্নীতির তদন্তে নামতে হয়েছে আমাদের। ’

শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্ট ও ৯৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জয়সা। অবসর নেওয়ার পর যদিও লঙ্কান জাতীয় দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। লঙ্কান ‘এ’ দলের পাশাপাশি সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে বোলিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৫ সাল থেকে লঙ্কান ক্রিকেটের সঙ্গে বোলিং কোচ হিসেবে যুক্ত থেকেছেন তিনি। এছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটের দল গোয়ার কোচের দায়িত্বেও ছিলেন এই সাবেক পেসার।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।