ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

দ্রুততম সেঞ্চুরি করে হ্যারিসের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, ডিসেম্বর ১৯, ২০১৮
দ্রুততম সেঞ্চুরি করে হ্যারিসের ইতিহাস দ্রুততম সেঞ্চুরি করে হ্যারিসের ইতিহাস-ছবি: সংগৃহীত

তিন বছর আগে নারী বিগ ব্যাশ লিগের প্রথম আসরেই নিজের প্রথম সেঞ্চুরি উদযাপন করেছিলেন গ্রেস হ্যারিস। আর এবার তো ৪২ বলে সেঞ্চুরি করে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম তিন অঙ্কের ঘরে পৌঁছানোর রেকর্ড গড়লেন তিনি। গ্যাবায় মেলবোর্ন স্টার্সের বিপক্ষে তার ব্যাটে ভর করেই ১০ উইকেটের বড় জয় পায় ব্রিসবেন হিটস।

১০১ রানের অপরাজিত ইনিংসে ১৯টি বাউন্ডারি হাঁকান হ্যারিস। যেখানে ছিল ৬টি ওভার বাউন্ডারি।

তিনি মেলবোর্নের তিন রিষ্টস্পিনার অ্যালানা কিং, কারেস্টেন বিয়ামস ও অ্যাঙ্গে রেকসের ২০ বলেই ৫০ রান তোলেন। জয় পাওয়া বলে ছক্কা হাঁকিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করেন তিনি।

২৫ বছর বয়সী এই ডানহাতি পাওয়ার প্লেতে আরেক ওপেনার বেথ মুনিকে নিয়ে ৭৭ রান তোলেন। যেখানে মুনির রান ছিল মাত্র ১০। হ্যারিস ২৩ বলে করেন হাফসেঞ্চুরি। যেটি আবার টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে তৃতীয়।

এই জুটি ৫০ বলে সেঞ্চুরি পার্টনারশিপ উদযাপন করেন। ১০তম ওভারে তারা ২৪ রান তোলেন। যা এই ম্যাচের সবচেয়ে খরুচে ওভার।

প্রথমে ব্যাট করা মেলবোর্ন নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে। জবাবে ১০.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় ব্রিসবেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।