ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

ক্রিকেট

মুক্ত হয়েই বিগ ব্যাশে ব্যানক্রফট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, ডিসেম্বর ২৯, ২০১৮
মুক্ত হয়েই বিগ ব্যাশে ব্যানক্রফট মুক্ত হয়েই বিগ ব্যাশে ব্যানক্রফট-ছবি: সংগৃহীত

বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ার পর অবশেষে মুক্তি মিললো ক্যামেরন ব্যানক্রফটের। কেপটাউনে সেই ঘটনার দীর্ঘ নয় মাস পর ফিরেই অবশ্য বসে থাকার সুযোগ নেই এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের। রোববার (৩০ ডিসেম্বর) তার বিগ ব্যাশের দল পার্থ স্কোচার্সের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

আজ (২৯ ডিসেম্বর) ব্যানক্রফটের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। যেখানে কাল হোবার্ট হারিকেনসের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচে ১৩ সদস্যের দল ঘোষণায় ব্যানক্রফটকে রেখেছে তার দল।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে নিজেকে সরাসরি জড়িয়ে ফেলেন ব্যানক্রফট। তবে সেই ঘটনায় মূল পরিকল্পনাকারী ডেভিড ওয়ার্নার ও সে সময়ের অধিনায়ক স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কতৃক এক বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।