ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেলবোর্নে অজিদের হারিয়ে এগিয়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
মেলবোর্নে অজিদের হারিয়ে এগিয়ে গেল ভারত মেলবোর্নে অজিদের হারিয়ে এগিয়ে গেল ভারত-ছবি: সংগৃহীত

মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চার ম্যাচ সিরিজে ২-১-এ এগিয়ে গেল ভারত। অ্যাডিলেডে প্রথম টেস্ট বিরাট কোহলিরা জয়ের পর পার্থে স্বাগতিক অজিরা জয় দেখেছিল।

সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৪৪৩/৭ ডিক্লে. ও ১০৬/৮ ডিক্লে.
অস্ট্রেলিয়া: ১৫১ ও ২৬১ (৮৯.৩ ওভার. টার্গেট ৩৯৯)

এই টেস্টের চতুর্থ দিনই মূলত জয় রচণা করে রেখেছিল ভারত। তবে শেষ দিকে বাধ সাধেন প্যাট কামিন্স ও নাথান লায়ন।

তারা শেষ ১৫ ওভার খেলে যান অবিচ্ছিন্ন থেকে।

আরও পড়ুন..চতুর্থ দিন ভারতকে জিততে দিলেন না কামিন্স

তবে ম্যাচের শেষ দিন অজি দল টিকতে পারে আর মাত্র সাড়ে চার ওভার। ৬৩ রান করে জসপ্রিত বুমরাহ’র বলে বিদায় নেন কামিন্স। আর লায়ন ইশান্ত শর্মার বলে আউট হন। স্বাগতিকরা শেষ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬১ রান করতে পারে।

প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বুমরাহ।

৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্ট, ৩০ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।