ম্যাচ শেষে রোববার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস বলেন, এ ধরনের উইকেটে ১৬৬ রান তাড়া করাটা কঠিন। আমাদের প্রথমদিকে কয়েকটি উইকেট পড়লে ম্যাচটা কঠিন হতে পারতো।
অন্যদিকে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি মনে করেন ছোট ছোট কিছু ভুলের কারণে ম্যাচটা হাত ছাড়া হয়েছে।
তিনি বলেন, ভাগ্যটা আমাদের পক্ষে ছিলো না। আগে ব্যাট করে বড় স্কোর দাঁড় করাতে চেয়েছিলাম। রুশো ও হাউয়েল ভালো ব্যাট করেছে। সবচেয়ে বড় কথা, আমরা ছিটকে যাইনি। আমাদের সামনে আরও একটি সুযোগ রয়েছে ফাইনালে ওঠার।
আগামী ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
আরএআর/আরবি/