চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত বল করা তাসকিনকে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে ফেরানো হয়। তবে পায়ে গুরুতর চোট পাওয়ায় তিনি এই সফর থেকে ছিটকে যান।
৫৬ ওয়ানডের ক্যারিয়ারে শফিউল সর্বশেষ ২০১৬ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। তবে জাতীয় দলে এখনও কোনো ফরম্যাটে অভিষেক হয়নি এবাদতের।
কিউই সফরে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলবে বাংলাদেশ। পরে দু’দল তিনটি টেস্টও খেলবে। ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে মধ্যদিয়ে সফর শুরু করবে টাইগাররা। ২৮ ফেব্রুয়ারি প্রথম টেস্ট মাঠে গড়াবে।
ওডিআই স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মো: মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রাহমান, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, শফিউল ইসলাম।
টেস্ট স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, শাদমান ইসলাম, মুমিনুল হক, মো: মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, এবদাত হোসেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস