সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ক্যানবেরায় দ্বিতীয় টেস্টের শেষ দিন চোট পান স্টার্ক। এ ব্যাপারে নির্বাচক ট্রেভর হনস বলেন, ‘ইনজুরির কারণে ভারত সফরে নেই স্টার্ক।
অজিরা সর্বশেষ ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল। সেই সিরিজের ১৪ জনের ১১ জনকেই রেখে দেওয়া হয়েছে। তবে বাদ পড়েছেন পিটার সিডল, বিলি স্ট্যানলেক ও মিচেল মার্শ। ম্যাথিউ ওয়েডের কোনো জায়গা হয়নি।
বেঙ্গালুরুতে আগামী ২৪ ফেব্রুয়ারি দুই ম্যাচের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। আর ২ মার্চ থেকে হায়দ্রাবাদে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
অস্ট্রেলিয়ার টি-২০ ও ওডিআই স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), জেসন বেহেনডর্ফ, নাথান কোল্টার-নাইল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা, নাথান লায়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি’আর্সি শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাশটন টার্নার, অ্যাডাম জ্যাম্পা।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস