ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিং

তিন থেকে পাঁচে নেমে গেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
তিন থেকে পাঁচে নেমে গেল ইংল্যান্ড ছবি মতোই টেস্ট র‍্যাংকিংয়ে পতন হয়েছে ইংলিশদের-ছবি: সংগৃহীত

আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ের তিনে থাকা অবস্থায় উইন্ডিজ সফরে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ক্যারিবীয় ঝড়ে তাদের সেই স্বস্তির জাহাজ লণ্ডভণ্ড হয়ে গেছে। টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হেরে গিয়ে তিন থেকে সোজা পাঁচে নেমে এসেছে রুটবাহিনী।

ক্যারিবিয়ানদের কাছে টেস্ট সিরিজ হারায় ৪ রেটিং পয়েন্ট খুইয়েছে ইংল্যান্ড। আর তাতেই তাদের পেছনে ফেলে এগিয়ে গেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

সম্প্রতি শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারিয়ে তিন রেটিং পয়েন্ট যোগ করেছে অজিরা।

অন্যদিকে সিরিজ জেতায় ৭ রেটিং পয়েন্ট যোগ হয়েছে উইন্ডিজের ঝুলিতে। ৭৭ রেটিং পয়েন্ট নিয়েও অবশ্য তাদের অবস্থান র‍্যাংকিংয়ের আটে। ১১৬ পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে আছে ভারত আর ১১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১০৭।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।