ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাক্সওয়েলের ব্যাটে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
ম্যাক্সওয়েলের ব্যাটে অস্ট্রেলিয়ার সিরিজ জয় .

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে আগেই এগিয়ে ছিলো অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে একা হাতে জয় এনে দিলেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সঙ্গে দলকে জেতালেন সিরিজও। ম্যাক্সওয়েলের দুর্দান্ত অপরাজিত  ১১৩  রানে ভর করে ৭ উইকেটে  ম্যাচ জিতে নিলো অস্ট্রেলিয়া।   

টসে জিতে স্বাগতিক ভারতে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।  প্রথমে ব্যাট করে বড় লক্ষ্যই দেয় অতিথিদের।

১৯১ রানের লক্ষ্যের সামনে দাঁড় করিয়ে দেয় অস্ট্রেলিয়াকে।  

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি অতিথিদের। বেঙ্গালুরুর মাঠে  মাত্র ১৩ রানেই ফিরে যান ওপেনার স্টোয়েনিস। ব্যক্তিগত ৭ রানে সিদ্ধার্থ কওলের বলে ফেরেন তিনি৷ ৮ রানে ফেরেন ফিঞ্চও।  

আরেক ওপেনার শর্ট হাফসেঞ্চুরির দিকে এগোতে থাকলেও ৪০ রানে ফিরে যান তিনি৷ 

একপ্রান্ত আগলে রেখে ম্যাক্সওয়েল পূর্ণ করেন টি-২০ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১১৩ রানে অপরাজিত থাকেন তিনি।   
ভারতের হয়ে দুটি উইকেট নেন শংকর।  আর একটি নেন কওল।    

আগে ব্যাট করে ১৯০ রান তোলায় ভারতীয় দুই ওপেনার দারুন ভূমিকা রাখেন। তবে প্রধান ভূমিকায় অধিনায়ক বিরাট কোহলি।  দুই ওপেনার লোকেশ রাহুল ৪৭ ও শেখর ধাওয়ান রানে ফিরে গেলে হাল ধরেন কোহলি।  

পূর্ন করে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি।  শেষ পর্যন্ত ৭২ রানে অপরাজিত থাকেন তিনি।  
ভারতীয় বাকি ব্যাটসম্যানদের মধ্যে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ৪০ রান।  

অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন ব্যাহরেনড্রফ, কলটার নাইল, প্যাট কামিন্স ও শর্ট।     

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এমকেএম/        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।