ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রান রেটের বিচারে সেমিতে প্রাইম দোলেশ্বর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
রান রেটের বিচারে সেমিতে প্রাইম দোলেশ্বর সংগৃহীত ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট  লিগে ‘ডি’ গ্রুপ থেকে তিন দলেরই সুযোগ ছিল সেমিফাইনাল খেলার। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি)  গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। দোলেশ্বরের সামনে সহজ সমীকরণ ছিল, সেমিফাইনালে খেলতে হলে বড় ব্যবধানে জিততে হবে। আর জিতলেই সেমিফাইনালে গাজী গ্রুপ।

শেষ পর্যন্ত গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারিয়ে রান রেটে এগিয়ে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
 
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে গাজী গ্রুপকে ভালো  সূচনা এনে দেন দুই ওপেনার মেহেদি হাসান ও ওয়ালিউল করিম।

উদ্বোধনী জুটিতে ৫১ রান আসে এই দুই জনের ব্যাট থেকে। মেহেদি একটু বেশি মারমুখী ছিলেন। তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি গাজী গ্রুপ।  

মেহেদি ৩৯, ওয়ালিউল ১২ ও রনি তালুকদার ৮ রান করে আউট হলে ৬৬ রানে তিন উইকেট হারিয়ে বড় স্কোর গড়ার পথে হোঁচট খায় গাজী গ্রুপ। রান তোলার গতি কমে যায়। চতুর্থ উইকেট জুটিতে ৫৬ রান যোগ করেন শামসুর রহমান ও তৌহিদ তারেক। শামসুর ৩৬ ও তারেক ২৬ রান করে আউট হন। এতে ২০ ওভারে গাজী গ্রুপের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকটে ১৪৫ রান।
 
১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ আরাফাতের উইকেট হারায় প্রাইম দোলেশ্বর। দলীয় ৩৭ রানে বিদায় নেন সাইফ হাসান। মার্শাল আইয়্যুব ও মাহমুদুল হাসান দ্রুত বিদায় নিলেও এক প্রান্তে রানের চাকা সচল রাখেন ফরহাদ হোসাইন। তবে ২৫ বলে ৩২ রান করে ফরহাদ হোসাইন আউট হলে ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রাইম দোলেশ্বর। সেই চাপটা দূর করে দেন অধিনায়ক ফরহাদ রেজা। ষষ্ঠ উইকেটে সৈকত আলীকে সাথে নিয়ে ৫১ রান যোগ করেন তিনি। ১৫ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে রান আউট হন ফরহাদ রেজা। আর এতেই হাতের নাগাল থেকে বের হয়ে যাওয়া ম্যাচটাকে হাতের নাগালে নিয়ে আসেন ফরহাদ। এরপর সৈকত আলী অপরাজিত ২১ বলে ২৮ রানে ইনিংস খেললে ২ ওভার হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নেয় প্রাইম দোলেশ্বর।
 
এই জয়ের ফলে তিন দলের পয়েন্ট হয় সমান (২)। তবে নেট রান রেটের বিচারে বিকেএসপি ও গাজী গ্রুপকে পেছনে ফেলে সেমিফাইনালে জায়গা করে নেয় প্রাইম দোলেশ্বর।
 
শুক্রবার (১ মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এর আগে প্রথম সেমিফাইনালে দুপুর ২টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
 
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘন্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।