ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট খেলার মানসিকতা গড়তে হবে: সুনীল যোশি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
টেস্ট খেলার মানসিকতা গড়তে হবে: সুনীল যোশি সুনীল যোশি। ছবি: সংগৃহীত

হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে কিউইদের বিপক্ষে ৩০৭ রান পিছিয়ে আছে টাইগাররা। হাতে রয়েছে ৬ উইকেট। পরাজয় তো নিশ্চিত তবে চ্যালেঞ্জ হলো ইনিংস পরাজয় এড়াতে পারবে কিনা বাংলাদেশ।

দ্বিতীয় দিন শেষে বোঝা গিয়েছিল যে রানের পাহাড় গড়তে যাচ্ছে নিউজিল্যান্ড। তবে সেটা কত বড় হবে তা নিয়ে ছিল প্রশ্ন।

বাংলাদেশের অনভিজ্ঞ বোলাররা কোনো ভাবেই সুবিধা করে উঠতে পারছিলেন না।

৯৩ রানে অপরাজিত থাকা উইলিয়ামসন তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। আর এতেই বাংলাদেশের বিপক্ষে তৃতীয়বারে মতো ৭০০ রানের ইনিংস দাঁড় করায় কোনো দল। বিদেশের মাটিতে এই প্রথম কোনো দল বাংলাদেশের বিপক্ষেও ৭০০ রানের ইনিংস দাঁড় করিয়েছে।

তবে ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। প্রতিপক্ষ বড় স্কোর গড়তেই পারে। তবে ব্যাটসম্যানদের সেই অনুযায়ী জবাব দেওয়ার প্রয়োজন যেখানে ব্যর্থ বাংলাদেশ।

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশি জানিয়েছেন টেস্ট খেলার মানসিকতা গড়ে তোলা বেশি প্রয়োজন। যোশি বলেন, ‘আমাদের মানসিকতা পরিবর্তন করা উচিৎ। তারা (নিউজিল্যান্ড) ভাল ব্যাট করছে এবং আমাদের এটা মোকাবেলা করতে হবে। এধরনের কন্ডিশনে শেখা উচিৎ আমাদের, কিভাবে খেলতে হবে বিশেষ করে টেস্ট ম্যাচে। তার জন্য মানসিক ভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন। ’

তবে প্রস্তুতিটা আরও ভাল হওয়া দরকার ছিল বলে মনে করেন যোশি। তার মতে, ‘এধরনের কন্ডিশনের জন্য খেলতে হলে আলাদাভাবে প্রস্তুতি নেয়া প্রয়োজন। সিরিজ শুরুর আগে ক্রিকেটাররা বিপিএল খেলেছে। এটা কোনো প্রস্তুতির অংশ ছিল না। তাই বলে আমি এটাকে (বিপিএল) অজুহাত দিচ্ছি না। তবে প্রস্তুতির জন্য আলাদা পরিকল্পনার দরকার ছিল। তামিমকে দেখেন, সে তো বিপিএল খেলে এসেছে। কিন্তু কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে সুন্দর ব্যাট করছে। প্রত্যেকটা ক্রিকেটারের উচিৎ কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ব্যক্তিগত ভাবে কাজ করা। ’

স্পিনারদের ব্যাপারে যোশি বলেন, ‘এধরনের কন্ডিশনে স্পিনারদের বল করাটা কঠিন। প্রতিনিয়ত শিখতে হয়। মিরাজ সারা বছরই পরিশ্রম করে। আশা করি ভাল করবে। আপনি হরভজন বলেন আর অনীল কুম্বলে বলেন সাবাইকেই কিন্তু সাফল্য পেতে যুদ্ধ করতে হয়েছে। ’

হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের পরাজয়টা সময়ের ব্যাপার। তবে তার ব্যবধানটা কেমন হবে তা হয়তো আগামীকালই বোঝা যাবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘন্টা, মার্চ ০২, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।