মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
টি-টোয়েন্টি ক্রিকেটের কোনো আসরে এই নিয়ে তৃতীয় ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র দুটিতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ফাইনালে বাংলাদেশের চেয়ে তাই আফগানরাই এগিয়ে থাকছে। কিন্তু আফগানদের মূল চিন্তা তাদের অধিনায়ক রশিদ খানের ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে তার মাঠে নামার সম্ভাবনা কম।
বাংলাদেশ দলেও আছে ইনজুরি সমস্যা। অভিষেকে দারুণ পারফর্ম করা বাংলাদেশের লেগ স্পিনার আমিনুলের বাঁ হাতে তিনটি সেলাই পড়ায় তাকে পাচ্ছে না টাইগাররা। তবে বাংলাদেশের জন্য সুসংবাদ সাকিবের ফর্মে ফেরা। বিশ্বসেরা অলরাউন্ডারের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে প্রথম পর্বের শেষ ম্যাচ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ফাইনালেও দলের মূল ভরসা তিনিই।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটস দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, সাব্বির রহমান।
আফগানিস্তান একাদশ (সম্ভাব্য): রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, শফিকউল্লাহ, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, নাভিন-উল-হক, মুজিব উর রহমান।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এমএইচএম