রোববার (০৬ অক্টোবর) দ্বিতীয়বার বিপ টেস্ট দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এই পরীক্ষায় জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস ও বাদ পড়া পেসার আল আমিন বিপ টেস্টের বেঞ্চমার্কের ১১ পয়েন্ট তুলে পাস করেছেন।
এদিকে দ্বিতীয়বার বিপ টেস্ট দিয়েও পাশ করতে পারেননি অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাক। এছাড়া নাসির হোসেনও বিপ টেস্টে পাশ করতে পারেননি। তবে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারে সবারই উন্নতি হয়েছে। তাই জাতীয় লিগ খেলতে এই তিন অভিজ্ঞকে অপেক্ষা করতে হবে নির্বাচকদের অনুমতির।
সোমবার (০৭ অক্টোবর) এক সভায় তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলানিউজকে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বিপ টেস্ট নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। প্রধান নির্বাচক বলেন, ‘আমরা সবার বিপ টেস্টের রেজাল্ট হাতে পেয়েছি। রেজাল্টে আমরা বেশ সন্তুষ্ট। সবাই আগের থেকে বেশি উন্নতি করেছে। গড়ে সবার ফলাফলই সন্তোষজনক। আশরাফুল, রাজ্জাক যারা পাশ করতে পারেনি তাদেরটা নিয়ে চিন্তা করবো। তারা তো অনেক দিন ধরে খেলছে। তবে তারা বেঞ্চমার্কের কাছাকাছি গিয়েছে। আগামীকালই সবকিছু জানাবো আমরা। ’
আগামী ১০ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের ২০১৯-২০ মৌসুমের খেলা।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
আরএআর/এমএইচএম