ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কায় 'এ' দলের পারফরম্যান্সে খুশি বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
শ্রীলঙ্কায় 'এ' দলের পারফরম্যান্সে খুশি বিসিবি মিনহাজুল আবেদীন নান্নু/ফাইল ছবি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ আনঅফিসয়াল ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ যুবারা। এর আগে আনঅফিসয়াল টেস্ট সিরিজে ড্র করেছিলেন মুমিনুল হকরা। সবমিলিয়ে লঙ্কান যুবাদের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের পারফরম্যান্সে বেশ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ম্যাচ আনঅফিসয়াল ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ১ উইকেটের জয় তুলে নেয় মোহাম্মদ মিঠুনের দল।

এরপর শেষ ও তৃতীয় ম্যাচটি জিতে আনঅফিসিয়াল সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। ডার্ক লুইস পদ্ধতিতে লঙ্কানদের বিপক্ষে ৯৮ রানে জিতে নেয় বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সংবাদমাধ্যমকে যুবাদের পারফরম্যান্সে নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সবমিলিয়ে শ্রীলঙ্কায় (বাংলাদেশ যুবাদের) পারফরম্যান্স অনেক ভালো লেগেছে এই কারণে যে সেখানে অনেক কঠিন কন্ডিশন ছিল। আর প্রথম দিকের খেলাগুলো বৃষ্টিতে ভেসে যাওয়ার পরে কিন্তু বেশ টাইট সূচি হয়েছে এবং আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে কিন্তু প্রায় আশি কিলোমিটার প্রতিদিন আশা যাওয়ার মধ্যে খেলা, একই ভেন্যুতে অনুশীলন করা, সবমিলিয়ে অনেক কঠিন কন্ডিশন গিয়েছে। ’ 

অনেকটা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মিঠুনের দল যেভাবে খেলেছে তা লাল বলের খেলায় কাজে দেবে বলে মত দেন নান্নু, ‘খেলোয়াড়রা যথেষ্ট ভালো খেলেছে এবং এই ধরনের খেলা যদি ধারাবাহিকভাবে খেলতে পারে তাহলে লঙ্গার ভার্সন ক্রিকেটে আগামী সিরিজগুলোতে ভালো করতে পারবে এবং উন্নতি করতে পারবে। ’ 

সামনেই ভারত সফর। এর আগে 'এ' দলের শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতা কাজে লাগবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমাদের কিন্তু বিদেশ সফরের পারফরম্যান্স সবসময় আপ টু দা মার্ক হয়। সে হিসেবে যারা গিয়েছে তারা যথেষ্ট ভালো খেলেছে এবং এই বিদেশের অভিজ্ঞতা তারা কাজে লাগাতে পারবে বলে আমার মনে হয়। '

তিনি আরও বলেন, 'আমরা দেশের মাটিতে যে ধরনের ক্রিকেট খেলি বাইরে কিন্তু সেটা খেলতে পারি না। ধারাবাহিকভাবে এই সফরটি যদি হয় তাহলে এটা আমাদের খেলোয়াড়দের জন্য অনেক বড় সুযোগ, অনেক বড় প্ল্যাটফর্ম ভালো পারফর্ম করার জন্য এবং আমার বিশ্বাস যে এবার যে অভিজ্ঞতা তারা পেয়েছে ম্যাচগুলতে, এটা অনেক কাজে লাগবে সামনে। '

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।