বুধবার (১৬ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের সাইফউদ্দিন বলেন, ‘এখন বিশ্রামে আছি। পুরোপুরি বেডরেস্টই বলা চলে।
ভারতের বিপেক্ষ সিরিজে ফিরতে মরিয়া সাইফউদ্দিন। তবে সম্ভবনা খুবই কম। তিনি আরও বলেন, ‘আসলে এখন বলাটা কঠিন। স্ক্যান রিপোর্টের জন্যই অপেক্ষা করতেছি। টিম ম্যানেজমেন্টও বসবে আমাকে নিয়ে, তখনই বুঝিতে পারব কি করবো বা পরিকল্পনা কি হবে। ’
তবে ভারতের বিপক্ষে হোক আরা ঘরোয়া লিগে হোক কোনো জায়গাতেই খেলতে পারছেন না সাইফউদ্দিন। মাঠে ফেরাটাই বড় কথা তার জন্য। তিনি জানান ক্রিকেট ছাড়া শুধু বসে থাকাটা বড়ই কষ্টের। বলেন, ‘আসলে মন চায় কাল থেকেই মাঠে নামি। নিজেকে অনেকটা জেলখানার কয়েদির মতো মনে হচ্ছে। সব কিছু দেখছি কিন্তু খেলতে পারছি না। এটা ক্রিকেটারদের জন্য খুই বিরক্তিকর একটা ব্যাপার। এক-দুই সপ্তাহ হলে ঠিক আছে কিন্তু প্রায় এক মাসের মতো হয়ে গেছে মাঠের বাইরে। আমরা যারা ক্রিকেটার তাদের জন্য ভালো না। কিন্তু ইনজুরিতো খেলারই অংশ কিছু করার নাই। ’
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
আরএআর/এমএমএস