ঢাকা প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৫৬ রানে ইনিংস ঘোষণা করে। জবাবে সবকটি উইকেট হারিয়ে ৫০৮ রান করে রংপুর।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩৩৪ রান নিয়ে চারদিনের টেস্টের তৃতীয় দিন শেষ করে রংপুর বিভাগ। আর সেঞ্চুরিতে থাকা নাঈম চতুর্থ দিন ১৩৫ রানে থামেন। সালাউদ্দিন সাকিলের বলে আউট হওয়ার আগে ৩২৪ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ১৩৫ রান করেন তিনি। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান তানবীর হায়দা ৭৩ রানে বিদায় নেন।
দারুণ খেলতে থাকা শুভ মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। ১৯৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৯২ রানে অপরাজিত থাকেন তিনি।
ঢাকার বোলারদের মধ্যে সাকিল ও নাজমুল ইসলাম তিনটি করে উইকেট পান। সুমন খান দুটি উইকেট দখল করেন। এছাড়া তাইবুর রহমান ও শুভাগত হোম একটি করে উইকেট পান।
ঢাকার হয়ে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা সাইফ হাসান ম্যাচ সেরা নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর, ২০১৯
এমএমএস