ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ: বেলিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ: বেলিম

তিন ম্যাচ টি-টোয়েন্টি আর দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ নারী দল। এরই মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলেছে সালমা-জাহানারা-রুমানারা। ওয়ানডে সিরিজের প্রথমটিও খেলেছে। মাঠে নেমেছে দ্বিতীয় ওয়ানডেতে।

বাংলাদেশ নারী দলের সঙ্গে কোচ হিসেবে গিয়েছেন সাবেক টপঅর্ডার ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম। পাকিস্তানকে নিরাপদ জানিয়ে দেশটির গণমাধ্যমে কথা বলেছেন বেলিম।

তিনি জানান, ‘ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য পাকিস্তান নিরাপদ। তাদের দেওয়া নিরাপত্তা সত্যিই ভালোমানের। স্পোর্টসের জন্য এখানে কোনো সমস্যা নেই বলেই মনে হচ্ছে। ’

দ্বিতীয় ওয়ানডের আগে দলকে নিয়ে পাঞ্জাব সেফ সিটি অথোরিটি (পিএসসিএ) ঘুরতে গিয়েছিলেন নারী দলের কোচ বেলিম। সেখানে তিনি জানান, ‘পাকিস্তান সফর নিয়ে অনেক দুঃশ্চিন্তা কাজ করলেও তাদের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা অসাধারণ। জানুয়ারিতে বাংলাদেশ পুরুষ দলের এখানে সফরের কথা রয়েছে। ’

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। তিনটিতেই হেরেছে সালমা খাতুনের দলটি। প্রথম ম্যাচে ১৪ রানে দ্বিতীয় ম্যাচে ১৫ আর তৃতীয় ম্যাচে হেরেছে ২৮ রানের ব্যবধানে। এদিকে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রুমানা আহমেদের নেতৃত্বে সফরকারীরা হেরেছে ২৯ রানের ব্যবধানে। সোমবার (৪ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচটি খেলতে নেমেছে দুই দল।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।