ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

তিনদিনে দ্বিতীয় হ্যাটট্রিক দীপক চাহারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৬, নভেম্বর ১২, ২০১৯
তিনদিনে দ্বিতীয় হ্যাটট্রিক দীপক চাহারের ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বল হাতে জ্বলে উঠেছিলেন ডানহাতি মিডিয়াম পেসার দীপক চাহার। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে তো বটেই সিরিজ সেরাও হয়েছিলেন তিনি। দুর্দান্ত এক হ্যাটট্রিকের পাশাপাশি গড়েছিলেন টি-টোয়েন্টির বিশ্ব রেকর্ড।

গত ১০ নভেম্বর নাগপুরে ৩.২ ওভারে মাত্র ৭ রান খরচায় তুলে নিয়েছিলেন সাতটি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টির বিশ্ব রেকর্ড গড়া এই ভারতীয় পেসার মঙ্গলবার (১২ নভেম্বর) আবারও হ্যাটট্রিকের দেখা পেয়েছেন।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির আসর সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রাজস্থানের জার্সিতে খেলতে নেমে হ্যাটট্রিকের দেখা পান দীপক চাহার। বিদর্ভের বিপক্ষে ৩ ওভারে ১৮ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। চারটি উইকেটই পেয়েছেন একই ওভারে।

রাজস্থানের দলপতির দায়িত্ব নিয়ে খেলতে নামেন দীপক চাহার। ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে বিদর্ভের রুশভ রাঠোডকে ফিরিয়ে দেন দীপক। এরপর ওই ওভারের চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ বলে টানা তিনটি উইকেট তুলে নেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর তিনদিনের মাথায় আরও একটি হ্যাটট্রিকের দেখা পান তিনি।

১৩ ওভারে নেমে আসা ম্যাচে বিদর্ভ ৯ উইকেট হারিয়ে তোলে ৯৯ রান। বৃষ্টি আইনে (ভারতের প্রচলিত VJD method) দীপক চাহারের রাজস্থানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ১০৭ রান। তবে, ৮ উইকেট হারানো রাজস্থান ১০৫ রান তুলতে সমর্থ হয়। বিদর্ভ ম্যাচটি জিতে নেয় ১ রানে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।