ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিএসএলে আরও ১০ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
পিএসএলে আরও ১০ বাংলাদেশি ক্রিকেটার ফাইল ফটো

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বিদেশি কোটায় প্লাটিনাম ক্যাটাগরিতে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জায়গা হয়নি। তবে, ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের চার ক্রিকেটার জায়গা পান। এবার দেওয়া হয়েছে গোল্ড ক্যাটাগরি।

পিএসএলের পঞ্চম আসরের গোল্ড ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন ১৪ দেশের ক্রিকেটার। সুযোগ থাকছে ১৪৪ ক্রিকেটারের।

সর্বোচ্চ ৪৮ জন আছেন ইংল্যান্ডের, ৪০ জন আছেন ওয়েস্ট ইন্ডিজের। শ্রীলঙ্কান ক্রিকেটার আছেন ১৯ জন।

প্লাটিনাম ক্যাটাগরিতে সুযোগ হয় ২৮ বিদেশি ক্রিকেটারের। ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আরও ৫৯ বিদেশি ক্রিকেটার। সেখানে বাংলাদেশি চার ক্রিকেটারকে রাখা হয়েছে। আইসিসি থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। জায়গা মিলেছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন আর মোস্তাফিজুর রহমানের।

এবার গোল্ড ক্যাটাগরিতে আরও ১০ বাংলাদেশির নাম এসেছে। আবুল হাসান রাজু, আফিফ হোসেন, আল আমিন হোসেন, অলোক কাপালি, আমিনুল ইসলাম বিপ্লব, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদরা বিদেশি কোটায় গোল্ড ক্যাটাগরিতে আছেন।

বিদেশি কোটায় গোল্ড ক্যাটাগরিতে আরও আছেন আন্দ্রে ফ্লেচার, জেরম টেইলর, কিয়েরন পাওয়েল, কাইল জারভিস, লাহিরু থিরিমানে, লাকশান সান্দাকান, পল স্টারলিং, রবি রামপল, সিকান্দার রাজা, সুরাঙ্গা লাকমল, বেন ডাকেট, ব্রেন্ডন টেইলর, ক্রিস উড, দিনেশ চান্দিমাল, গুলবাদিন নাঈব, হজরতউল্লাহ জাজাই, জোনাথন কার্টার, মোহাম্মদ শাহজাদ, রভম্যান পাওয়েল, সেকুজে প্রসন্ন আর উপুল থারাঙ্গাদের মতো তারকারা।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।