ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলের বিদায়, বড় লিডের পথে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
মুমিনুলের বিদায়, বড় লিডের পথে বাংলাদেশ  শট খেলার পথে মুমিনুল: ছবি-শোয়েব মিথুন

দিনের প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। নিজের বলে নিজেই ক্যাচ ধরে মুমিনুল হককে ফেরান এইন্সলে এনদুলুভু। 

প্যাভিলিয়নে ফেরার আগে প্রায় ১ বছর ৩ মাস এবং ১৪ ইনিংস পর টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। টাইগারদের মধ্যে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন তার।

বাংলাদেশের টেস্ট অধিনায়কের ২৩৪ বলে ১৩২ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪ চারে।  

মুমিনুল ফিরলেও দাপটের সঙ্গে ব্যাট করছেন টেস্টে ৭ম সেঞ্চুরি পাওয়া মুশফিকুর রহীম। বাংলাদেশের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্যাট করছেন ১৩৩ রানে। সঙ্গে আছেন মোহাম্মদ মিঠুন (৫)।  

এই প্রতিবেদন লেখা পযর্ন্ত প্রথম ইনিংসে ১১৫.১ ওভারে ৪ উইকেটে ৪০৬ রানে ব্যাট করছে বাংলাদেশ। লিড নিয়েছে ১৪১ রানের।

২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন প্রথম ইনিংস শুরু করে নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হকের ফিফটিতে ৩ উইকেটে ২৪০ রান করে দিন শেষ করে টাইগাররা। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ২৬৫ রানে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।