ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাংকার্স ক্রিকেটের ফাইনালে ব্র্যাক ব্যাংক-ব্যাংক এশিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
ব্যাংকার্স ক্রিকেটের ফাইনালে ব্র্যাক ব্যাংক-ব্যাংক এশিয়া .

দারুণ জয়ে বসুন্ধরা গ্রুপ ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়া।

প্রথম প্লেট সেমিফাইনালে প্রাইম ব্যাংককে হেসেখেলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ব্র্যাক ব্যাংক।

রাজধানীর গুলশান ইয়্যুথ ক্লাব গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করে প্রাইম ব্যাংক।

ওপেনার কঙ্কনের ৪৭, মহতাব ও তৌসিফের ত্রিশোর্ধ্ব ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৬ রান জমা করে প্রাইম ব্যাংক।

১৬৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার রিজওয়ানের বিধ্বংসী ইনিংসে ৬ ওভার ও ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে ব্র্যাক ব্যাংক। ৪৪ বলে ৯ চার ও ৮ ছক্কায় ৯৬ রান করে অপরাজিত থাকা রিজওয়ান পান ম্যাচসেরার পুরষ্কার।

.সংক্ষিপ্ত স্কোর-

প্রাইম ব্যাংক: ১৬৬/৭ (২০), কঙ্কন ৪৭, মহতাব ৩২, তৌসিফ ৩১; রাসেল ১৮/১, শাহিদুল ১৬/১, তাজকির ২৪/১
ব্র্যাক ব্যাংক: ১৬৮/১ (১৪), রিজওয়ান ৯৬, আরাফাত ৩২, তারেক ২৩; রাজু ৪১/১।
ফলাফল: ব্র্যাক ব্যাংক ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রিজওয়ান (ব্র্যাক ব্যাংক)।  

ব্র্যাক ব্যাংকের পর বসুন্ধরা গ্রুপ ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফির প্লেট ফাইনাল নিশ্চিত করে ব্যাংক এশিয়া। প্লেট সেমিফাইনালে ব্যাংক এশিয়া জয় পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল) এর বিপক্ষে।

রাজধানীর গুলশান ইয়্যুথ ক্লাব গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করে ব্যাংক এশিয়া। টপ ও লোয়ার মিডল অর্ডারের সম্মিলিত প্রচেষ্টায় লড়াকু সংগ্রহ পায় দলটি।  

১৯.১ ওভারে অলআউট হওয়া ব্যাংক এশিয়া জয়ের জন্য এফএসআইবিএলকে ১৫৯ রানের লক্ষ্য দেয়। দুই ওপেনার বিপান (৫৯) ও অমিতাব ব্যাট হাতে দারুণ শুরু এনে দিলেও বাকিদের ব্যর্থতায় লক্ষ্য পার করা হয়নি এফএসআইবিএলের।  

ব্যাংক এশিয়ার পক্ষে ২৪ রান খরচে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বাংলাদেশের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান।

আগামীকাল শনিবার (১৪ মার্চ) সকাল ৯টায় প্লেট ফাইনালে মুখোমুখি হবে ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়া।

.সংক্ষিপ্ত স্কোর:

ব্যাংক এশিয়া: ১৫৮/১০ (১৯.১), সাইফুল ৩৭, ইমরান ২৯, জুবাইর ২৩; সাদ্দাম ৩০/৩, জিয়া ২২/২, ইমরান ২৩/২।
এফএসআইবিএল: ১৫৬/৫ (২০),বিপান ৫৯, অমিতাব ৩৩, ইমরান ২০; তারেক ২৪/২, হানিফ ১৬/১, আখতারুজ্জামান ৩৬/১।
ফলাফল: ব্যাংক এশিয়া ২ রানে জয়ী।
ম্যাচসেরা: তারেক আজিজ খান (ব্যাংক এশিয়া)।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।