ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

করোনায় থেমে নেই মুশফিকের ‘অনুশীলন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, মার্চ ২২, ২০২০
করোনায় থেমে নেই মুশফিকের ‘অনুশীলন’ নিজ দায়িত্বে অনুশীলন করছেন মুশফিক

করোনা আতঙ্কে দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আপাতত মাঠের ক্রিকেট বন্ধ। তবে ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে বিসিবি ক্রিকেটারদের নির্দেশনা দিয়েছে। আর সে জন্য বসে নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজ দায়িত্বে অনুশীলন করছেন ঘরের মধ্যেই।

রোববার (২২ মার্চ) নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রেডমিলে জগিং করার ভিডিও পোস্ট করেন। ফিটনেসের ব্যাপারে বেশ সচেতন জাতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ভিডিও’র ক্যাপশনে লেখা ‘কিপ ওয়ার্কিং হার্ড’।

এর আগে গত ১৮ মার্চ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন মুশফিক। যেখানে করোনা প্রতিরোধে পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।