ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার স্থগিত হলো নারী বিশ্বকাপ বাছাইপর্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ১২, ২০২০
এবার স্থগিত হলো নারী বিশ্বকাপ বাছাইপর্ব

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারির কারণে এবার নারী বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করেছে আইসিসি। শুধু তাই নয়, একই সঙ্গে স্থগিত হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ইউরোপ ডিভিশন দুই এর বাছাইপর্বও।

আইসিসির বোর্ড সদস্যরা সংশ্লিষ্ট দেশের সরকার ও পাবলিক হেলথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়। যেখানে ২০২১ সালে নারী বিশ্বকাপ ও ২০২২ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বাভাবিকভাবে ৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কায় নারী বিশ্বকাপের বাছাইপর্ব হওয়ার কথা ছিল। যেখানে তিনটি দল ইতোমধ্যে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০২১ আসরটির জন্য যোগ্যতা অর্জন করে রেখেছে।

এদিকে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইউরোপ ডিভিশন দুই এর বাছাইপর্ব ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত ডেনমার্কে আয়োজনের সূচি ছিল।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আলোচনা করে কবে নতুন সূচি দেয়া যায় সে ব্যাপারে পরবর্তীতে জানাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ১২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।