ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ডিউকস বাদ, কোকাবুরাকে বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, জুলাই ২, ২০২০
ডিউকস বাদ, কোকাবুরাকে বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া কোকাবুরা বল

আগামী গ্রীষ্মের শেফিল্ড শিল্ডে ডিউকস বল ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তার পরিবর্তে আগামী চার মৌসুমের জন্য কোকাবুরা বলকে বেছে নেওয়া হয়েছে।  

২০২০-২১ মৌসুমের প্রথম শ্রেণির ক্রিকেটে কোকাবুরা দিয়ে খেলা হবে নিশ্চিত করেছে সিএ।  

সিএ’র ক্রিকেট অপারেশনের প্রধান পিটার রোচ জানিয়েছেন, ডিউকস বল বাদ দেওয়ার সিদ্ধান্তটি ভালো হয়েছে।

 

২০১৬-১৭ মৌসুম থেকে ডিউকস বল ব্যবহার করা হচ্ছে শিল্ড ম্যাচে। ইংলিশ কন্ডিশনে যাতে অজি ক্রিকেটাররা ভালো করতে পারে তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল সিএ।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।