ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ভারতের এক কিউরেটরের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, জুলাই ১৩, ২০২০
ভারতের এক কিউরেটরের মৃত্যু

চলে গেলেন ভারতের সৌরাষ্ট্রের অভিজ্ঞ পিচ কিউরেটর রাসিক মাকওয়ানা। সোমবার (১৩ জুলাই) ৭১ বছর বয়সে তিনি মারা যান। তিনি দেশটির প্রথমশ্রেণির ক্রিকেটার কামলেশ মাকওয়ানার বাবা।

রাসিক সেই ১৯৮০ সাল থেকে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার অধীনে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ও মাধহাবরাও স্কিনদিয়া ক্রিকেট স্টেডিয়ামের নেট অনুশীলনের মাঠ ছিল।

তার মৃত্যুতে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি নিরঞ্জন শাহা বলেন, ‘রাসিক ভাই একজন আমুদে এবং ক্রিকেট পিচ ও গ্রাউন্ড তার গভীর জ্ঞান ছিল। সৌরাষ্ট্রের ক্রিকেট মাঠের উন্নয়নে তার কথা সবসময় মনে রাখবে। ’

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।