ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

না ফেরার দেশে বিসিবির নিরাপত্তা প্রধান হোসেন ইমাম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, সেপ্টেম্বর ১১, ২০২০
না ফেরার দেশে বিসিবির নিরাপত্তা প্রধান হোসেন ইমাম

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা প্রধান মেজর (অবসরপ্রাপ্ত) হোসেন ইমাম।  

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩টা ৪৫ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

বিসিবি মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

হোসেন ইমাম অনেকদিন ধরে রাজধানীর সিএমএইচ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।  

২০১৩ সালে বিসিবির নিরাপত্তা প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন হোসেন ইমাম। এসময় বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে নিরাত্তা প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।