ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের অনুশীলনে ফিরলেন কোচিং স্টাফরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
টাইগারদের অনুশীলনে ফিরলেন কোচিং স্টাফরা অনুশীলনে মুমিনুলের সঙ্গে আলাপচারিতায় প্রধান কোচ ডমিঙ্গো। ছবি: শোয়েব মিথুন

করোনা বিরতি দিয়ে এতদিন ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করেছিলেন। তবে শ্রীলঙ্কা সফরে ঘিরে দলীয় অনুশীলন শুরু হয়েছে।

আর এবার এই ক্যাম্পে যোগ দিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ অন্যরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ১৪ দিনের কোয়ারেন্টিন পূরণ হওয়ার আগেই ক্রিকেট দলের অনুশীলনে যোগ দিয়েছেন রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক।

এর আগে করোনা নেগেটিভ কোচিং স্টাফরা যাতে অনুশীলনে যোগ দিতে পারেন সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বিসিবি।

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
এমএমএস/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।