ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় আসছেন ভেট্টরি-ম্যাকমিলান 

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
ঢাকায় আসছেন ভেট্টরি-ম্যাকমিলান  ড্যানিয়েল ভেট্টরি ও ক্রেইগ ম্যাকমিলান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও আলোচনা চলছে। এই সিরিজ উপলক্ষে নিউজিল্যান্ড থেকেই সরাসরি লঙ্কাতে টাইগারদের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি ও ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলানের।

 

তবে এই দুই কোচকে ঢাকায় আসতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গেই শ্রীলঙ্কা যাবেন তারা।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ভ্রমণ জটিলতার কারণেই তাদেরকে ঢাকায় আসতে বলা হয়েছে।  

প্রধান নির্বাহী বলেন, ‘কলম্বোর ফ্লাইটের ক্ষেত্রে জটিলতা থাকায় আমরা ভেট্টোরি ও ম্যাকমিলানকে ঢাকায় আসতে বলেছি এবং তারপর দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে বলেছি। ’

টাইগারদের শ্রীলঙ্কা সফর এখনও নিশ্চিত করা হয়নি। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে বিসিবি।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।