ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে ফিরলেন ক্রিকেটাররা, শুক্রবার প্রস্তুতি ম্যাচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
অনুশীলনে ফিরলেন ক্রিকেটাররা, শুক্রবার প্রস্তুতি ম্যাচ ছবি: শোয়েব মিথুন

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে গত ২১ সেপ্টেম্বর মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট দলের স্কিল ট্রেনিং ক্যাম্প। ৬ দিন অনুশীলনের পর ক্রিকেটারদের ৩ দিনের বিশ্রাম দেওয়া হয়।

এর মধ্যে শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় আরও একদিন ছুটি বাড়িয়ে দেওয়া হয়।  

বিরতির পর বৃহস্পতিবার (০১ অক্টোবর) থেকে আবার শুরু হয়েছে ক্রিকেটারদের অনুশীলন। এরপর শুক্রবার (০২ অক্টোবর) থেকে জাতীয় দলের ক্রিকেটাররা দুই দিনের অনুশীলন ম্যাচ খেলবেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় অনুশীলন শুরুর কথা থাকলেও ৩০ মিনিট পর অনুশীলনে নামেন ক্রিকেটাররা। সেন্টার উইকেটে নেটে ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নেন তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, ইয়াসিন আলী রাব্বিসহ অন্যান্য ব্যাটসম্যানরা।  

অন্যদিকে বল হাতে অনুশীলন সেরেছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন সব বাকি বোলাররা।

এবারের অনুশীলন বলতে গেলে একদিক দিয়ে বিশেষ। কারণ করোনা বিরতির পর প্রথম কোনো প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা। দীর্ঘ ৬ মাসের বেশি সময় পর ২২ গজে নামবেন ক্রিকেটাররা।  

জাতীয় দলের ক্রিকেটররা দুই দলে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।