ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারও ভাঙছে ক্রিকেটাদের জৈব সুরক্ষা বলয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
আবারও ভাঙছে ক্রিকেটাদের জৈব সুরক্ষা বলয় ছবি: বাংলানিউজ

গত ২১ সেপ্টেম্বর থেকে মিরপুরে শুরু হয় জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। ৬ দিন অনুশীলনের পর ৪ দিনের বিরতি দেওয়া অনুশীলনে।

১ অক্টোবর থেকে আবার শুরু হয় অনুশীলন।  

বিরতির সময় ক্রিকেটারদের জৈব সরক্ষা বলয় ভেঙে ফেলা হয়েছিল। বুধবার (০৫ অক্টোবর) থেকে আবারও ৩ দিনের বিরতি দেওয়া হয়েছে। ফলে আবারও ক্রিকেটারদের জৈব সরক্ষা বলয় ভাঙছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বাংলানিউজকে একথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।  

দেবাশীষ চৌধুরী বলেন, ‘বিরতির পর তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে আবার ক্রিকেটাররা মাঠে ফিরবেন। তখন আবার তাদের করোনা পরীক্ষা করিয়ে জৈব সরক্ষা বলয়ের মধ্যে আনা হবে। ’

বিসিবির প্রধান চিকিৎসক আরও বলেন, 'আজ থেকে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় ভেঙে ফেলা হবে। ৯ তারিখে আবার করোনা টেস্ট করিয়ে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আনা হবে। ’

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।