ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৫, অক্টোবর ২১, ২০২০
ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মুশফিক

বিসিবি প্রেসিডেন্টস কাপের ম্যাচে খেলার সময় ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। চলমান প্রেসিডেন্টস কাপের তামিম একাদশে বিপক্ষে উইকেটকিপিং করার সময় ইয়াসির আলী রাব্বি একটি ক্যাচ ডাইভ দিয়ে ধরতে গিয়ে কাঁধে ব্যথা পান।



ইনিংসের ২৫.৪ ওভারের আল আমিনের স্লোয়ার বাউন্স বল রাব্বি খেলতে গেলে ব্যাটের কানায় লেগে ক্যাচ ওঠে। সেই ক্যাচ অনেকটা দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে ধরতে গেলে কাঁধে ব্যথা পান মুশফিক। মাটিতেই পড়ে থাকেন মুশফিক পরে মাঠ ছাড়েন তিনি।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবির) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন মুশফিকের ইনজুরি তেমন গুরুতর নয়। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
আরএআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।